Coronavirus

West Bengal Corona: ফের রাজ্যে মৃত্যু করোনায়! এক দিনে আক্রান্তের সংখ্যা  ৩১

রাজ্যের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েচেন ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০,১৭,৯৭১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২৩:১৪
Share:

ফাইল চিত্র।

বেশ কিছু দিন পর রাজ্যে আবার করোনায় মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে এক জনের। আক্রান্ত হয়েছেন ৩১ জন। শনিবার এমনই জানাল রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন।

Advertisement

রাজ্যের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েচেন ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০,১৭,৯৭১। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে ১৯,৯৬,৫২৪ জন সুস্থ হয়েছেন। তবে শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে একজনের। সব মিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১,২০১ জন। রাজ্যে কোভিডে মৃত্যু হার এখন ১.০৫ শতাংশ। করোনা থেকে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯,৫৩২টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ২৪,৯৮৫,৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছেন ২১৯ জন। তবে সেফ হোমে কোনও রোগী নেই। পাশাপাশি, হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন করোনা রোগী। শনিবার রাজ্যে মোট ১,১৩,৪৯৯টি করোনা টিকাকরণ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement