Covid -19

Coronavirus in West Bengal: আরও কমল সংক্রমণ, রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত ২০, মৃত্যু নেই

রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৬,০৯৪ জন। করোনায় সুস্থতার হার এসে দাঁড়িয়েছে ৯৮.৯৩ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২৩:০৯
Share:

ফাইল চিত্র।

রাজ্যে আরও নিম্নমুখী করোনার হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২০ জন। এক দিনে সুস্থ হয়েছেন ৩৫ জন। মঙ্গলবার এমনই তথ্য দিল রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন। রাজ্য জানাচ্ছে, এ পর্যন্ত মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২০,১৭,৭১৫ জন। কোডিডের কারণে কোনও মৃত্যু হয়নি। এখন মৃত্যু হার ১.০৫ শতাংশ। সব মিলিয়ে রাজ্যের করোনায় মৃত্যু হয়েছে ২১,২০০ জনের।

Advertisement

রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৬,০৯৪ জন। করোনায় সুস্থতার হার এসে দাঁড়িয়েছে ৯৮.৯৩ শতাংশ। মঙ্গলবার ১০,০৬৬টি কোডিড নমুনা পরীক্ষা হয়েছে। সক্রিয়তার হার ০.২০ শতাংশ। নিভৃতবাসে রয়েছেন ৩৮২ জন। সেফ হোমে আপাতত কেউ নেই। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন করোনা আক্রান্ত। মঙ্গলবার মোট ১,১৫,৮৮১ ডোজ করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement