West Bengal

Abhishek Banerjee: ‘শব্দবাজিহীন দীপাবলির শুভেচ্ছা’ বিজেপি-কে, বিপুল জয়ের পর অভিষেকের টুইট

বিপুল ভোটে জয় নিশ্চিত হতে বিজেপি-কে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে প্রার্থীদের শুভেচ্ছা জানান মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৩:৫৭
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাটকীয় ভাবে উপনির্বাচনে চার কেন্দ্রে তৃণমূলের বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করার পরই। টুইটে অভিষেক লিখেছেন, ‘প্রকৃত অর্থে শব্দবাজিবিহীন দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি বিজেপি-র কর্মী সমর্থকদের।’

মঙ্গলববার রাজ্যের চার বিধানসভা কেন্দ্র খড়দহ, গোসাবা, দিনহাটা, শান্তিপুরের ভোটের গণনা ছিল। তবে দুপুর গড়ানোর আগেই চার কেন্দ্রে তৃণমূল যে বিপুল ব্যবধানে জিততে চলেছে তা নিশ্চিত হয়ে যায়। এরপরই দুপুর পৌনে দু’টো নাগাদ টুইটারে বিজেপিকে কটাক্ষ করে টুইট করেন অভিষেক।

অভিষেকের এই বার্তার কিছু আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছিলেন। জয়ী চার কেন্দ্রের প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মমতা টুইট করেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement