Madhyamik

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ মাধ্যমিক শিক্ষা পর্ষদের

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৮:১৩
Share:

ফাইল চিত্র।

করোনার জন্য স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধের সঙ্গে ধাক্কা খেয়েছিল শিক্ষা ব্যবস্থা। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সব কিছু। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। কবে সেই পরীক্ষা নিতে হবে, মঙ্গলবার তা স্কুলগুলিকে নির্দেশিকা দিয়ে জানিয়েছে পর্ষদ। এ জন্য মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলিকে নির্দিষ্ট নিয়মাবলী মেনে প্রশ্নমালা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর সামেটিভ বা পর্যায়কালীন মূল্যায়ন কবে হবে তাও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে।

Advertisement

কবে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা

• পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের ১৭ নভেম্বরের আগে দশম শ্রেণির তৃতীয় পর্যায়কালীন মূল্যায়ন বা টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না।

Advertisement

• পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

• অর্থাৎ মাঝের ওই ১৩ দিনের মধ্যে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।

এ ছাড়াও পর্ষদের নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির পর্যায়কালীন মূল্যায়ন কবে হবে তার সময়কালও জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় অনুযায়ী-

• ৭ মে মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পর্যায়কালীন মূল্যায়ন শেষ করতে হবে।

• ষষ্ঠ থেকে দশম শ্রেণির দ্বিতীয় মূল্যায়ন শেষ করতে হবে ২০ অগস্টের মধ্যে।

• ২৫ নভেম্বরের আগে ষষ্ঠ থেকে নবম শ্রেণির তৃতীয় পর্যায়কালীন মূল্যায়ন শুরু করা যাবে না। তবে ৭ ডিসেম্বরের মধ্যে তা শেষ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement