সিউড়িতে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।
ভোট পরবর্তী পরিস্থিতি দেখতে বীরভূম জেলায় এসে দলত্যাগী মুকুল রায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। সোমবার সিউড়ির দলীয় কার্যালয়ে বিজেপি-র রাজ্য সভাপতি মুকুল প্রসঙ্গে বলেন, ‘‘উনি চলে যাওয়ায় দল রাহুমুক্ত হয়েছে।’’ বিজেপি সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁয়ের বাংলা ভেঙে পৃথক রাজ্য গড়ার দাবিও খারিজ করেছেন তিনি।
পাশাপাশি, ভোট পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে ঘরছাড়া বিজেপি-র তালিকা তুলে ধরেন তিনি। সাংবাদিক বৈঠকে করোনা টিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘রাজনীতি’ করারও অভিযোগ তোলেন। দিলীপ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ১০ লক্ষ টিকা বরাদ্দ করেছেন। কিন্তু তৃণমূল এ নিয়ে রাজনীতি করছে।’’
বিজেপি সাংসদ জন এবং সৌমিত্রের পৃথক ‘উত্তরবঙ্গ’ এবং ‘জঙ্গলমহল’ রাজ্যের দাবি প্রসঙ্গে দিলীপ সোমবার বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে আমরা একটি রাজ্য হিসেবেই দেখি। রাজ্যেই উন্নয়ন এবং অগ্রগতিই বিজেপি-র লক্ষ্য। এ বিষয়ে অন্য কেউ কী বললেন তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রাজ্য এখন অশান্তির বাতাবরণ চলেছে। তাই হয়ত অনেকে হতাশ হয়ে এমন মন্তব্য করেছেন।’’