Mamata Banerjee

বাংলায় ধমকাতে এলে মানুষ মুখে লিউকোপ্লাস্ট মেরে দেবেন, বিজেপি-কে হুঁশিয়ারি মমতার

নন্দীগ্রামে মমতার সভার পাল্টা এ দিন খেজুরির হেঁড়িয়াতে সভা করবেন শুভেন্দু অধিকারী। থাকবেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৩:৫১
Share:

হুটমুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

দিন কয়েক আগে পর্যন্ত দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জল্পনায় সরগরম ছিল রাজ্য রাজনীতি। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সেই বিজেপি-কেই তীব্র আক্রমণ করতে দেখা গেল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। যে দেশের মানুষ ১৪০০ টাকা বেতনের জন্য দরজায় দরজায় ঘোরে, সেখানে ১৪ হাজার কোটি টাকা খরচ করে নয়া সংসদভবন তৈরির প্রয়োজন কী, প্রশ্ন তুললেন তিনি। মমতার বিরুদ্ধে লড়তে বিজেপি-কে বাইরে থেকে লোক আনতে হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

Advertisement

• লোভী আর ভোগীরাই দল ত্যাগ করছে, এঁদের দলবদলে আপদ বিদায় হচ্ছে: মমতা

• রোজ রোজ শাড়ি বদলানো যায়, কিন্তু রোজ রোজ চরিত্র এবং আদর্শ বদলানো যায় না: মমতা

Advertisement

• মা-বোনেরা প্রস্তুত হন। আপনারা ছেলেকে মারতে এলে, আপনাদের ধমকাতে এলে, হাতা-খুন্তি নিয়ে এগিয়ে যাবেন। দু’টো থাপ্পড় কষিয়ে দেবেন। বাংলাকে বিক্রি হতে দেবেন না, বাংলাকে পরাজিত করতে চায় বিজেপি, বাংলাকে বিক্রি হতে দেব না আমরা। বিজেপি-র কাছে মাথা বিক্রি করব না: মমতা

• বিজেপির কারাগার, ভেঙে করো চুরমার: মমতা

• পুলওয়ামা বেরিয়ে গিয়েছে। আগামী দিনে আরও অনেক কিছু বেরোবে: মমতা

• হরিয়ানা, পঞ্জাব, দিল্লিতে রাস্তায় পড়ে থেকে লড়াই করছেন কৃষকরা। সিঙ্গুর-নন্দীগ্রামে এই কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লডা়ই করেছিলাম। কৃষকরা আমাদের গর্ব। সেই কৃষকদের সঙ্গে এমন আচরণ: মমতা

• সংখ্যালঘুদের ভাগাভাগি করে ভোট কাটতে চাইছে বিজেপি। না হলে জেলে ঢোকানোর হুমকিও দিচ্ছে: মমতা

• রাজনীতিতে তিন ধরনের লোক থাকে, একজনরা লোভী, আর এক জনরা ভোগী আর এক ধরনের লোক আছেন, যাঁরা ত্যাগী। আপনারাই হলেন ত্যাগী। ত্যাগীদের বাড়িতে গিয়েই এ বার ভোট চাইছে। আমি বলছি, টাকা দিতে এলে নিয়ে নেবেন। মাংস কিনে খাবেন। ওটা আপনাদেরই টাকা। কিন্তু ভোট দেবেন না: মমতা

• খাবার খাওয়ার আগে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিলেও, টাকা না দিয়েই পালিয়ে যায়। দলের কর্মীদের বলব, ওদের খাওয়ার টাকা না হয় গরিব মানুষদের আমরাই টাকা দিয়ে দেব। দরকার পড়লে নিজেদের মাইনে থেকে টাকা দেব: মমতা

• পাঁচতারা হোটেল থেকে খাবার এনে, দলিতদের সরিয়ে দিয়ে তাদের বাড়িতে খাবার খাওয়ার নাটক করছে। দলিতের ঘরে নাকি খাচ্ছে, ওদিকে বোতলে হিমালয়ের মিনারেল ওয়াটার। আমরা কিন্তু সরকারের তৈরি ৬ টাকা বোতলের জল খাই। আর ওরা কাঁসার থালায় ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে পগার পার: মমতা

• আমি কিছু ঘোষণা করলে তা পূরণ করি। পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে। আরও ২০ লক্ষ সাইকেল কেনা হচ্ছে: মমতা

• আমি আপনাদের পরিবারের একজনই: মমতা

• আমার কাছে যতটা টাকা আছে, ততটাই করতে পারি আমি। তার বেশি পারি না। বিনা পয়সায় রেশন দিতে কত কোটি টাকা খরচ হয় জানেন? আজ রেশন, স্বাস্থ্য, পড়াশোনা, জল, ৭৫ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দিচ্ছি: মমতা

• বিজেপি শিখিয়ে পড়িয়ে পাঠায় কিছু লোককে। তাঁরা আমার প্রত্যেক সভায় ঝামেলা বাঁধান। আমার মিছিলে গোলমাল পাকাতে লোক পাঠায় বিজেপি। আমিও কিন্তু এ বার বিজেপি-র মিছিলে লোক পাঠাব: মমতা

• পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি: মমতা

• একটা মেয়ে সিনেমা করে, তাকেও ধমকাচ্ছে। স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই ওর? সায়নীকে ধমকাচ্ছে ওরা। এত বড় ক্ষমতা ওদের? উত্তরপ্রদেশে ধমকাও, বিহারে ধমকাও, বাংলায় এলে মুখে প্লাস্টার করে দেব। সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক। টলিউডের গায়ে হাত দিয়ে দেখাক: মমতা

• ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি? ভোটের আগে ফের বাড়ি বাড়ি যাবে

• কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙে কখনও রবীন্দ্রনাথের। ভোটের সময় বাংলার কথা মনে পড়ে। বাংলাটাও ঠিক করে বাংলা বলতে পারে না। বলে বঙ্গাল, মুখে বঙ্গাল, বিজেপি ভোটের জন্য কাঙ্গাল: মমতা।

• মাওবাদীরা অস্ত্র ফেলে মূলস্রোতে ফিরে আসছেন। তাঁদের চাকরি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছি আমরা। বিজেপি মাওবাদীদের চেয়েও ঢের বেশি ভয়ঙ্কর। বিজেপির এক ছোবলেই সব শেষ। অজগর, ময়ালের চেয়েও বিষধর: মমতা

• বিজেপি ফেক ভিডিয়ো ছাড়ে। বেনামি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে লোককে ভুল বোঝাচ্ছে: মমতা

• সংবাদমাধ্যম যা বলবে তার থেকে চার ডবল বেশি ভোট পাবে তৃণমূল: মমতা

• আগামী বিধানসভায় বিজেপি ক’টা আসন পাবে? অমিত শাহের ভয়ে বিজেপি-র সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে: মমতা

• লোকসভায় ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। ভোটের আগে মন্ডা-মিঠাই, ভোটের পর কাঁচকলা: মমতা

• সংবাদমাধ্যমকে ভয় দেখাচ্ছে বিজেপি: মমতা

• লোকসভায় কী করেছেন, কেন করেছেন ভুলে যান, বিধানসভায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকেই ভোট দিন আপনারা। আমরা কিন্তু এত দিন শান্তিতেই ছিলাম পশ্চিমবঙ্গে। বিজেপি যবে থেকে ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে, তখন থেকেই অশান্তি: শতাব্দী

• ক্ষমতায় না এসে যারা এই করছে, ক্ষমতায় এলে তারা কী মূর্তি ধারণ করবে ভেবে দেখুন: শতাব্দী

• কেন্দ্রকে না বলার মতো একজনই রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়: শতাব্দী

• বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। ২ বছর এমপি ল্যাডে টাকা নেই: শতাব্দী

• বিজেপি আপনাদের প্রতিনিয়ত ভুল বোঝাচ্ছে: শতাব্দী

• বিজেপি নাকি মানুষের কাজ করছে? যাঁরা এত প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁদের একবার জিজ্ঞেস করবেন, জিএসটি-র নামে কেন্দ্রীয় সরকার যে টাকা নিয়ে গিয়েছে, সেই টাকা এখনও আমরা পেলাম না কেন: শতাব্দী

• যে দেশের মানুষ ১৪০০ টাকা বেতনের চাকরি করেন, সে দেশে ১৪ হাজার কোটি টাকায় সংসদ ভবন তৈরির প্রয়োজন কী: শতাব্দী

নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর জল্পনা উস্কে দিয়েছিলেন রবিবারই। রাত পোহাতেই এ বার পুরুলিয়ায় হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা রয়েছে তাঁর।

অন্য দিকে, নন্দীগ্রামে মমতার সভার পাল্টা এ দিন খেজুরির হেঁড়িয়াতে সভা করবেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সেখানে থাকার কথা।

হুটমুড়ায় মমতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement