গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিকেল ৫টার মধ্যেই রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ৭৫ শতাংশ পেরিয়ে গেল। তবে উত্তর ২৪ পরগনার খড়দহে ভোট পড়েছে ৬০ শতাংশের সামান্য বেশি। অন্য দিকে, কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তা প্রায় ৭০ শতাংশ।
শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হারে শীর্ষে রয়েছে নদিয়ার শান্তিপুর। ওই কেন্দ্রে ৭৬.১৪ শতাংশ ভোট পড়েছে। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সেখানে ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রে ৬৯.৯৭ শতাংশ ভোট পড়েছে। উত্তর ২৪ পরগনার খড়দহে ভোট শতাংশ ৬৩.৯০।
সাধারণত কলকাতা এবং লাগোয়া শহরাঞ্চলে ভোটের হার গ্রামীণ এলাকার চেয়ে তুলনামূলক ভাবে কম হয়। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও সেই প্রবণতাই স্পষ্ট হল।