স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৪ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২জন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা দশ-এর নীচে রয়েছে।
ফাইল চিত্র।
নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা থাকল দেড়শোর নীচে। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৪ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২জন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা দশ-এর নীচে রয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন। রাজ্যে ২৩ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ০.৬১ শতাংশ।
বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৮০৮। যা কি না সোমবারের থেকে ২০ জন কম। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৮৬ শতাংশে।