ফাইল চিত্র।
শীত জাঁকিয়ে বসেছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। বঙ্গোপসাগরের বাধাও কেটে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে শীত থিতু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস শনিবার জানান, আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। থিতু হতে পারে উত্তুরে বাতাস।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, হেমন্ত শেষ হয়ে এসেছে। আগামী সপ্তাহেই পৌষ মাস শুরু হবে। অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শীতকালের শুরু। অনেকে বলছেন, বাংলা ক্যালেন্ডার মেনেই বোধ হয় এ বার চলতে চাইছে প্রকৃতি। তাই পৌষ শুরুর ঠিক আগেই জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে শীত।
এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহবিদদের অনেকের মতে, হু-হু করে উত্তুরে বাতাস বইতে শুরু করলেই তরতরিয়ে রাতের পারদ নামবে। আগামিকাল, সোমবার থেকেই রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। চলতি সপ্তাহে আরও কি নামতে পারে রাতের তাপমাত্রা? গণেশবাবুর বক্তব্য, এ সময়ে পরিস্থিতি অনেক সময় দ্রুত বদলায়। তাই পরিস্থিতির উপরে হাওয়া অফিসের নজর রয়েছে। সোমবার এ ব্যাপারে স্পষ্ট ধারণা মিলতে পারে।
বস্তুত, হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরবঙ্গের তরাইয়ের জেলায় তাপমাত্রা আগেই কমে যায়। তবে রাজ্যে শীত পুরোপুরি থিতু হয়েছে কি না, তা নির্ধারণ করতে কলকাতার পরিস্থিতিকেই বেছে নেন আবহবিদেরা। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও এখন তেমন জাঁকিয়ে ঠান্ডা মালুম হচ্ছে না। আবহবিদদের আশা, উত্তুরে হাওয়ার দাপটে সেখানেও তাপমাত্রার দ্রুত পতনের সম্ভাবনা রয়েছে।