শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিপাতও হয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। ছবি: রয়টার্স।
পৌষের শেষে অকালবর্ষণ। শুক্রবার সকাল থেকেই রাজ্যের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতেও সকাল থেকেই শুরু হয়েছে গিয়েছে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা-সহ কোনও কোনও জেলায় আবার মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকঘণ্টার মধ্যে কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর।
এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুষারপাতের সতর্কতা রয়েছে পাহাড়েও।
বৃষ্টিপাত শুরু হয়েছে দার্জিলিঙেও। —নিজস্ব চিত্র।
তবে বৃষ্টি হলেও ঠান্ডা তেমন জোরাল নয়। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সঙ্ঘাতে শনিবার পর্যন্ত রাজ্যের পরিস্থিতি এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর। এর প্রভাবে উত্তরে হাওয়া এ রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। আলিপুর জানিয়েছে, শনিবার পর্যন্ত এই ভাবেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আকাশও মেঘলা থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল আর শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন:
দুই-তৃতীয়াংশ আসন বাংলায়, দাবি অমিতের
‘দিদিকে বলো’তে ফাঁকি! চাপে বহু বিধায়ক
তবে শনিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘ কেটে গিয়ে রোদ উঠবে এবং ফের জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।