weather

Weather: মঙ্গলবারও পারদপতন অব্যাহত, কলকাতার তাপমাত্রা সেই ১১ ডিগ্রিতেই রইল

ঠান্ডার কামড় আরও বেশি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথায় তাপমাত্রা দশের নীচে নেমেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১১:২৪
Share:

সোমবারই মরসুমের শীতলতম দিন দেখেছে রাজ্যবাসী। —ফাইল চিত্র।

সোমবারই মরসুমের শীতলতম দিন দেখেছেন রাজ্যবাসী। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত। এ দিনও কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বড়দিনে কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ হতে পারে ২২.৪ ডিগ্রি। আর সর্বনিম্ন ১১.৬, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।

ঠান্ডার কামড় আরও বেশি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। গত সপ্তাহেই আবহাওয়া দফতর জানিয়েছিল, শনিবার থেকেই নামতে শুরু করবে কলকাতার তাপমাত্রা। সেই মতোই পারদপতন অব্যাহত মহানগরী-সহ রাজ্যের অধিকাংশ জেলায়।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী তিন-চার দিন জাঁকিয়ে শীতই থাকবে রাজ্যে। তার পর ধীরে ধীরে উঠতে শুরু করবে পারদ। আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement