মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। ছবি: ফাইল ছবি
সকালের পর সন্ধ্যার দিকে ফের বৃষ্টি কলকাতায়। মহানগরের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। দিন ভর আকাশ ছিল মেঘলা। কার্যত সূর্যের মুখ দেখা যায়নি। পশ্চিমি ঝঞ্ঝা এবং মেঘলা আবহাওয়ার জেরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এই পরিস্থিতি কেটে গেলেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমি ঝঞ্ঝা এবং একটি উচ্চচাপ বলয়ের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ আবার সূর্যগ্রহণ ছিল। কলকাতা থেকে আংশিক সূর্যগ্রহণ বা সূর্যের খণ্ডগ্রাস দেখার সম্ভাবনা থাকলেও মেঘলা আবহাওয়ার কারণে তা চোখে দেখা যায়নি। তার মধ্যেই সন্ধের দিকে শহর কলকাতায় শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। তার জেরে বাইরে বেরিয়ে কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন আম জনতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল শুক্রবার দুই ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তার প্রভাব পড়বে কলকাতাতেও। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। ছিটেফোঁটা বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে।
আলিপুরের আধিকারিকরা জানিয়েছন, যে পশ্চিমি ঝঞ্ঝা এবং উচ্চচাপ বলয়ের জন্য উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। এই পরিস্থিতি কেটে গিয়ে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করলেই আবার কড়া শীতের পরিস্থিতি তৈরি হবে। পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। আগামী দু’-এক দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।