—ফাইল ছবি
বুধবার বিকেলের মধ্যে কলকাতায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া দফতর। কলকাতা ছাড়াও শহরতলিতেও বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন আবহবিদরা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে নিম্নচাপ। একই সঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুইয়ের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকর্তা। এর ফলে কলকাতার আকাশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এর কারণেই বুধবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে কলকাতায় জল জমার সমস্যা আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জল জমার কারণে যানজটও হতে পারে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে।