Cyclone Mocha Update

গভীর নিম্নচাপ এগোবে উত্তরে, তার পর ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে? সাগরেই চোখ আলিপুরের

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। তা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মোকা’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৮:০০
Share:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফাইল চিত্র।

কথা ছিলই, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের পরবর্তী গতিপ্রকৃতির দিকে কড়া নজর রাখা হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কতটা শক্তিশালী হবে, কোথায় তার প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

শনিবার হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরের ওই অংশেই নিম্নচাপ তৈরি হবে। তা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এই পর্যন্ত সাগরের পরিস্থিতি আবহবিদদের জানা। কিন্তু তার পর কী হবে, ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগর থেকে কোন অভিমুখে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘মোকা’। তার গতিবিধির দিকে নজর রেখে চলেছে হাওয়া অফিস।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। প্রায় সব জেলাতেই তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব রবিবার থেকেই শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। মৎস্যজীবীদের রবিবারের মধ্যে স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। দ্বীপপুঞ্জে নিম্নচাপের প্রভাবে ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ছুঁতে পারে ১০০ কিলোমিটারের গণ্ডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement