আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে। ফাইল চিত্র।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সামান্য দুর্বল হয়েছে। ধীরে ধীরে সেটা এ বার ওড়িশার দিকে সরছে। নিম্নচাপ সরলেও এখনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এই পরিস্থিতি আজও চলবে।
মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। একনাগাড়ে না হলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত তিন দিনের বৃষ্টিতে শহরের অনেক জায়গায় জল জমে গিয়েছে। বেশ কয়েক জায়গায় গাছ ভেঙে পড়েছে। সোমবারের প্রবল বৃষ্টিতে বৈঠকখানা বাজারে একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের। আহত হন আরও কয়েক জন।
আরও পড়ুন: জয়ীদের ‘পাহারায়’ নেতা পাঠাবে বিজেপি
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। গত তিন দিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। সঙ্গে ৪০-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলে। সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।
আরও পড়ুন: সাক্ষ্য দিতে এসে গ্রেফতার ভুয়ো বাবা