উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। জানিয়ে দিল হাওয়া অফিস। এখনই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। ক্ষতি হতে পারে চাষের জমিতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা। ওই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর দিনাজপুরেও ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরের পাহাড় লাগোয়া পাঁচ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে এমন কোনও সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার আটটি জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই অবশ্য আর সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্র, জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।