ফাইল চিত্র।
মঙ্গলবারেই মিলেছিল পূর্বাভাস। বুধবার ইডেনে আইপিএল-এর ম্যাচ শুরুর আগে আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাল, আগামী দু’ঘণ্টার মধ্যে কলকাতায় ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মহানগরী ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ শেষ পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তাতে জানানো হয়েছে, ঘণ্টাদুয়েকের মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহানগরীতে বাতাসের গতিবেগ হতে পারে ৪০-৫০ কিলোমিটার।
বুধবার ইডেনে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ওই ম্যাচ। মৌসম ভবনের পূর্বাভাস সত্যি হলে তা পণ্ড হতে পারে বলেই এখন আশঙ্কা।