শীতের দাপটে কাবু গোটা রাজ্য। ছবি: পিটিআই।
শীতের কাঁপুনি থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। আরও কিছু দিন দাপিয়ে ব্যাটিং করবে শীত। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম— রাজ্যের এই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা থাকলেও শহর কলকাতায় আপাতত সে সম্ভাবনা নেই। তা সত্ত্বেও ঠান্ডায় কাবু কলকাতা-সহ গোটা রাজ্য। বড়দিনের আগে ওই তিন জেলা তো বটেই কলকাতাতেও ঠান্ডা কমার আশা কম বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। কলকাতায় তাপমাত্রা সামান্য কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। গত কয়েক দিনের মধ্যে গত কাল হু হু কলকাতার পারদ নেমেছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: বিতর্ক থামাতে গণভোট প্রসঙ্গে ব্যাখ্যা মমতার
গত কয়েক দিন ধরেই গোটা রাজ্যে শীতের দাপট চলছে। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় গত কয়েক দিন ধরেই দাপিয়ে ব্যাটিং করছে শীত। বড়দিনের আগে কনকনে ঠান্ডায় কাবু রাজ্যবাসী। কলকাতায় শৈত্যপ্রবাহের সতর্কতা না থাকলেও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম— রাজ্যের এই তিন জেলায় শনিবারও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও কনকনে ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: হাল সামলান, এই আইন বাতিল করুন, মোদীকে বললেন মমতা
শীতের দাপট থাকলেও তা উপেক্ষা করেই পর্যটকদের ভিড় বাড়ছে উত্তর থেকে দক্ষিণ— রাজ্যের বিভিন্ন দর্শণীয় স্থানে। শীতের মরসুমের শহর কলকাতা হোক বা পাহাড়, পর্যটকদের ভিড় উপচে পড়েছে। কলকাতায় ভিক্টোরিয়া হোক বা চিড়িয়াখানা— শীত উপেক্ষা করেই দেশি-বিদেশি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এ শহরের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু-সহ পাহাড়েও থিকথিক করছে পর্যটকদের ভিড়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরে এমন কনকনে ঠান্ডা থাকবে আরও কিছু দিন। তবে কলকাতায় একটানা হাড়কাঁপানো শীত বেশি দিন থাকবে না। কিছু দিন শীতের কাঁপুনি চললেও ফের পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।