ফাইল চিত্র।
মঙ্গলবার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বৃষ্টি মূলত হচ্ছে নিম্নচাপের জন্য। পশ্চিম রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে। এই জোড়া ফলায় কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আলিপুর।
এর আগে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। খাস কলকাতায় একাধিক জায়গায় জল জমে যায়। রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। বাজ পড়ে রাজ্যে আরও ৫ জনের মৃত্যু হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেই জানিয়েছে আলিপুর।