ছবি: শাটারস্টক।
সপ্তাহের শুরুতেই শীতের রেকর্ড গড়েছিল ফেব্রুয়ারি। সপ্তাহান্তে সেখানেই ফের ‘গরম গরম মেজাজ’!
এমনই পরিস্থিতি যে শীত এ বার বিদায় নেবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে আলিপুর হাওয়া অফিসের আশ্বাস, আজ, সোমবার থেকেই ফের পারদ পতন হবে। তা আপাতত দিন তিনেক থাকবে বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস রবিবার বলেন, ‘‘সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সেই পরিস্থিতি থাকবে।’’ হাওয়া অফিসের খবর, শীতের স্থায়িত্ব কত দিন হবে তা চলতি সপ্তাহের মাঝামাঝি স্পষ্ট হতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। তাতে শীতের আমেজ ছিল না। এ সময়ে এমন তাপমাত্রা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই রাতের তাপমাত্রা বেড়েছে। শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি, পানাগড়ে ১৩.৩ ডিগ্রি, বাঁকুড়ায় ১৪.৪ ডিগ্রি এবং বর্ধমানে ১৬.৪ ডিগ্রির নীচে তাপমাত্রা নামেনি। তবে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সে শীতের দাপট রয়েছে।
আবহবিদেরা জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জোলো হাওয়ার যুগলবন্দিতে আকাশ মেঘলা হয়েছিল। হাল্কা বৃষ্টিও হয়েছিল। মেঘলা আকাশের জেরে দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডা থাকলেও রাতে তাপমাত্রা কমে না। তার ফলে চেনা হাড় কাঁপানো শীতের দেখা মেলে না। গণেশবাবু জানান, ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলে মেঘ-বৃষ্টির পালাও দূর হয়েছে। আজ, সোমবার থেকেই তাই ফের উত্তুরে হাওয়া মিলবে।
এ বছর পৌষে জাঁকিয়ে শীত মেলেনি। মাঝে পারদ পতন হলেও কয়েক দফায় মাথাচাড়া দিয়েছিল পারদ। জানুয়ারির শেষে গা-ঝাড়া দেয় শীত। কনকনে উত্তুরে বাতাসে ভর করে কলকাতা, শ্রীনিকেতনে রেকর্ড গড়েছিল পারদ পতন। তবে অনেকেই বলছেন, নিয়ম অনুযায়ী শীতের বিদায় বেলা প্রায় আসন্ন। শেষ লগ্নে আর কী খেল দেখাবে উত্তুরে হাওয়া তারই অপেক্ষায় বঙ্গবাসী!