Weather Forecast

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১১:৩১
Share:

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবার সকাল থেকেই রোদের তেজ না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সারা পশ্চিমবঙ্গজুড়ে।

টানা কয়েকদিন তীব্র দহনে পুড়ছিল গোটা দক্ষিণবঙ্গ। সোমবার রাতে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা তাপমাত্রা নেমেছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমছে না। রয়েই গিয়েছে। এই আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

Advertisement

আরও পড়ুন: এই গরমে বরফের ক্যাফেতে বসে এক কাপ ধোঁয়া ওঠা কফি... লাদাখের কৃত্রিম হিমবাহে আপনাকে স্বাগত​

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। আকাশ বেশ পরিষ্কারই রয়েছে।

আরও পড়ুন: কলকাতার পুলিশ কমিশনারের পদে বিজেপির ‘নিজের লোক’: মুখ্যমন্ত্রী​

তাপমাত্রার পারদ খুব বেশি না-চড়লেও নাকাল করছে লাগামছাড়া আর্দ্রতা!তার দাপটেই সকাল থেকে বিকেল পথে বেরিয়ে ঘেমেনেয়ে কাহিল হচ্ছেন মহানগরের মানুষজন। তবে আবহাওয়া দফতরের আশ্বাস,ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই স্বস্তির আশা রাখতেই পারেন রাজ্যবাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement