উত্তুরে হাওয়ায় শীতের বার্তা

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে থিতু হলেই শীত পাকাপাকি ঘাঁটি গেড়েছে বলে জানায় হাওয়া অফিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:২৫
Share:

—ফাইল চিত্র।

ভরা ডিসেম্বরে শীত এখনও থিতু হয়নি কলকাতায়। জেলাগুলিতেও শীতের আহামরি মেজাজ নেই। তবে জোরালো উত্তুরে হাওয়ায় রাতের পারদ নামবে বলে রবিবার আশ্বাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস। তিনি জানান, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে চলতি সপ্তাহেই।

Advertisement

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে থিতু হলেই শীত পাকাপাকি ঘাঁটি গেড়েছে বলে জানায় হাওয়া অফিস। কিন্তু এ দিনেও মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। একটি জোরালো পশ্চিমি ঝঞ্ঝা উত্তর ভারতের পাহাড়ি এলাকায় বরফ ঝরিয়ে সরে যাচ্ছে। উত্তুরে হাওয়া ওই বরফের উপর দিয়ে বয়ে আসার ফলে কনকনে ঠান্ডার আশা আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement