weather

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, ঝঞ্ঝা কাটলে ফের নামবে পারদ

জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই। যদি না নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়, শীতের আমেজ থাকবে ফ্রেব্রুয়ারির শেষ পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৮
Share:

ঝঞ্ঝা কাটলেই বঙ্গে ফের শীতের প্রত্যাবর্তন হতে পারে। ছবি: ফাইল চিত্র

সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টির হতে পারে। ঝঞ্ঝা কাটলেই বঙ্গে ফের শীতের প্রত্যাবর্তন হতে পারে। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

Advertisement

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে। রবিবার কলকাতা-সহ জেলাগুলিতে আরও নামতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই। যদি না নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়, শীতের আমেজ থাকবে ফ্রেব্রুয়ারির শেষ পর্যন্ত।

ঝঞ্ঝার কারণে এ রাজ্য সংলগ্ন ওড়িশার উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় হালকা বৃষ্টি হলেও রাজ্যের অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

আরও পড়ুন: ভাইরাস-ভয়ের মধ্যেই চিনা কন্যা কাঁথির বৌমা

কলকাতার তাপমাত্রা বাড়লেও, এখনও কনকনে ঠান্ডা পাহাড় জুড়ে। এ দিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে ৬.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ৮.২, শিলিগুড়ি ৭.৮ ডিগ্রি।

আরও পড়ুন: ‘শিনজিয়াং শহরটা যেন ঘরেই বন্দি, ফিরে এলাম’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement