ছবি- পিটিআই
রাতভর বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় জল জমেছে। শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাল হাওয়া অফিস।কলকাতার উপর নিম্নচাপের প্রভাব কমলেও মৌসুমি অক্ষরেখার জন্য সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বীরভূম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপ। আগামী দু’দিনে এটি ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে। তার জেরে পুরুলিয়ায় শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবারও সমুদ্রের আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। তাই এ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।