Partha Chatterjee

পার্থকে জোকায় জুতো ছুড়লেন মহিলা! আক্ষেপ: টাকে লাগলে শান্তি পেতাম

জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরনোর মুখে পার্থের দিকে জুতো ছুড়লেন এক মহিলা। পার্থকে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১২:৫৫
Share:

অভিযুক্ত শুভ্রা ঘড়ুই এবং পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে তখন বের করানো হচ্ছিল পার্থকে। বেরোনোর সময় তাঁর গাড়ির দিকে জুতো ছোড়েন ওই মহিলা। যদিও জুতো পার্থের গায়ে লাগেনি। গাড়িতে লেগেই পড়ে যায় জুতো।

Advertisement

মহিলার নাম শুভ্রা ঘড়ুই। বাড়ি আমতলা। তাঁর ছোড়া জুতো পার্থের গায়ে না লাগায় মহিলার আফসোস, ‘‘জুতোটা ওঁর টাকে লাগলে শান্তি পেতাম।’’

কী ভাবে ঘটল এই ঘটনা? আনন্দবাজার অনলাইনের ভিডিয়োয় ধরা পড়েছে, সে সময় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের করা হচ্ছিল পার্থকে। মেডিক্যাল পরীক্ষা করাতে জোকায় নিয়ে আসা হয়েছিল তাঁকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলাও। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে দু’পাটি চটি খুলে ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। পার্থ অবশ্য তখন গাড়িতে। পরে ওই মহিলা বলেন, ‘‘ওঁদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছেন। এসি গাড়ি করে হাসপাতালে আসছেন। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওঁর টাকে লাগলে শান্তি পেতাম।’’

Advertisement

আমতলার বাসিন্দা ওই মহিলা এক সন্তানের জননী। তাঁর একটি মেয়ে আছে। সে এখন উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছে। শুভ্রাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন এই কাজ করলেন? তারই জবাব শুভ্রা বলেন, ‘‘এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।’’

নিতান্তই সাধারণ বেশভূষা। সুতির শাড়ি। মুখে মাস্ক, মাথায় সিঁদুর, কপালে টিপ। চুল খোঁপা করে বাঁধা। দেখে বোঝা যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। কেন জুতো ছুড়েছেন, প্রশ্ন করতেই গর্জে উঠলেন শুভ্রা। তাঁর প্রশ্ন, ‘‘কেন ছুড়ব না? উনি গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। জুতো মারব না?’’ পার্থের গাড়ি বেরিয়ে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তাঁদের ওই মহিলা বলেন, ‘‘জুতো ছুড়তে গিয়েছিলাম। আমার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে গিয়েছে। এ বার খালি পায়েই বাড়ি যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement