Partha Chatterjee

SSC Recruitment scam: কিছু ক্ষণের মধ্যেই আদালতে পার্থ-অর্পিতা, জামিন কি মিলবে? না কি আবার হেফাজত

বুধবারই শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের মেয়াদ। গত ২৩ এপ্রিল গ্রেফতার করা হয় দু’জনকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১০:১৯
Share:

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।

আর কিছু ক্ষণের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হবে আদালতে। বুধবার সকাল সোয়া ১১টা নাগাদ পার্থ এবং অর্পিতাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। সেখান থেকে তাঁদের নিয়ে সিবিআই আদালতের উদ্দেশে রওনা হন ইডির আধিকারিকরা।

Advertisement

এসএসসি দুর্নীতি মামলায় গত ১০ দিন ধরে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে গত ২৩ এপ্রিল গ্রেফতার করে ইডির তদন্তকারীরা। তার আগে টানা ২৭ ঘণ্টা ধরে চলে পার্থের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। সেখান থেকেই অর্পিতার নামে থাকা বেশ কিছু সম্পত্তির নথি পেয়ে ইডি তল্লাশি শুরু করে অর্পিতার ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। এমনকি, রাজ্যের শিক্ষা দফতরের খামও। ইডি জানায়, অর্পিতা পার্থের ‘ঘনিষ্ঠ’। এবং এসএসসি দুর্নীতিতেও জড়িত। এর পরই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে জেরা করার জন্য ১০দিনের হেফাজতে নেয় ইডি। যার মেয়াদ শেষ হচ্ছে বুধবার।

Advertisement

ইডি সূত্রে খবর এই দশদিনে পার্থকে অনেক প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। জানা গিয়েছে, পার্থ ইডিকে ইঙ্গিত দিয়েছেন সময় এলেই সব বলবেন। কিন্তু দশদিনের হেফাজতে সেই ‘সময়’ আসেনি বলেই ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে সঠিক সময়ের জন্য, ইডি আদালতে আরও সময় চাইতে পারে।

পিএমএলএ মামলায় গ্রেফাতর পার্থ-অর্পিতাকে বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement