ED

SSC Recruitment Case: জেলায় জেলায় ইডির হানা! শান্তিনিকেতন পৌঁছল বিশেষ দল, তল্লাশির সম্ভাবনা ‘অপা’য়

এসএসসি দুর্নীতি মামলায় এ বার জেলায় জেলায় হানা দিচ্ছে ইডি। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ছ’টি গাড়ি বিভিন্ন জায়গায় যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ০৮:২৯
Share:

পার্থ ও অর্পিতা। ফাইল চিত্র।

এসএসসি দুর্নীতি মামলায় এ বার জেলায় জেলায় হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ছ’টি গাড়ি বেরোয়। সূত্রের খবর, বীরভূম, উত্তর ২৪ পরগনার মতো জেলায় হানা দিতে পারে ইডি।

Advertisement

বুধবার সকালে শান্তিনিকেতনে পৌঁছে যায় ইডি। তাদের একটি দল অবশ্য মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছিল। এ বার শান্তিনিকেতনে পার্থের বিভিন্ন বাড়ি (ইডির দাবি)-তে তল্লাশি হতে পারে। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারির পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে তদন্তকারী সংস্থা। তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করে ইডি। সূত্রের খবর, বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান হতে পারে।

ইতিমধ্যে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে ইডি হানা দিয়েছে। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement