Partha Chatterjee

WBSSC Scam: সরাসরি: অর্পিতার ফ্ল্যাট থেকে বন্ধ দোকান, কলকাতার দিকে দিকে চলছে ইডির অভিযান

এসএসসি দুর্নীতি সংক্রান্ত তল্লাশি অভিযানে শহরে ইডির চারটি দল। ইডির দু’টি দল যায় শহরের উত্তরে। বাকি দু’টি দল গিয়েছে দক্ষিণের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:২৩
Share:

শহর জুড়ে বিভিন্ন ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৪:১২ key status

পাটুলিতে অর্পিতার নেল আর্ট পার্লারে গেল ইডি, আরও এক ফ্ল্যাটের খোঁজ?

এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের পাটুলির নেল আর্ট পার্লারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। মঙ্গলবার দুপুরে পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে একটি নেল আর্ট পার্লারে যায় ইডি।কেদুয়া মেন রোডের ধারে একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। 

পাটুলিতে ইডি। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:৪৯ key status

বেশ কয়েক মাস পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দেখা মেলেনি অর্পিতার

ফোর্ট ওয়েসিস আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বেশ কিছুদিন অর্পিতা এই ফ্ল্যাটে আসেন না। ইডি আবাসনের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। 

Advertisement
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:৪৬ key status

কী রয়েছে পণ্ডিতিয়ার ফ্ল্যাটে? তল্লাশিতে ইডি

দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও অভিযান ইডির। খাতায় কলমে ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে রয়েছে ওই ফ্ল্যাট। কিন্তু ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্থ ওই ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। অর্পিতাই ওই ফ্ল্যাট ব্যবহার করতেন। ওই ফ্ল্যাটে ঢুকে তল্লাশিতে কি মিলবে নগদ, সোনাদানা?

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:৪১ key status

অর্পিতার বন্ধ দোকানের শাটারের তালা খুলে ফেললেন চাবিওয়ালা

বরানগরে অর্পিতার নেইল আর্ট শপের শাটারের তালা খুলে ফেলেছেন চাবিওয়ালা। দোকানে ঢোকার কাচের দরজার তালা ভাঙার কাজ চলছে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:৩৯ key status

অর্পিতার নেইল আর্ট শপের তালা ভাঙার প্রস্তুতি ইডির

অর্পিতার নেইল আর্ট শপের তালা ভাঙার জন্য চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছে ইডি। 

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:৩১ key status

শহর জুড়ে চলছে ইডির তল্লাশি অভিযান

ইডি সূত্রে খবর, তাদের একটি দল গিয়েছে গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে। দ্বিতীয় দলটি মাদুরদহ এবং তৃতীয় দল বরানগরে অর্পিতার বন্ধ দোকানে যায়।  চতুর্থ দলটি গিয়েছে পাটুলিতে। 

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:২৯ key status

অর্পিতার দোকানের পাশের ব্যাঙ্কেও ইডি

বরানগরে বন্ধ দোকানের পাশেই রয়েছে একটি ব্যাঙ্ক। তদন্তকারীরা জানতে পেরেছেন, অর্পিতা যখনই এই দোকানে আসতেন, তিনি পাশের ব্যাঙ্কেও যেতেন। ইডি ব্যাঙ্কে ঢুকেও জিজ্ঞাসাবাদ করে। 

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:২২ key status

অর্পিতার ‘নেইল আর্ট’-এর দোকানে ইডির তদন্তকারীরা।

ইডির একটি দল যায় বরানগরে একটি বন্ধ দোকানে। অভিযোগ, সেই দোকানটি অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকেই দোকানটি বন্ধ। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, বন্ধ দোকান থেকে কিছু সূত্র পাওয়া যেতে পারে। 

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:১৬ key status

চারটি দলে ভাগ হয়ে ইডির তল্লাশি অভিযান

মঙ্গলবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একাধিক দল বেরোয়। তার মধ্যে দু’টি দল যায় উত্তরে। অন্য দু’টি দলের গন্তব্য শহরের দক্ষিণ অংশ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement