শহর জুড়ে বিভিন্ন ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান। নিজস্ব চিত্র।
এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের পাটুলির নেল আর্ট পার্লারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। মঙ্গলবার দুপুরে পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে একটি নেল আর্ট পার্লারে যায় ইডি।কেদুয়া মেন রোডের ধারে একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি।
পাটুলিতে ইডি। নিজস্ব চিত্র।
ফোর্ট ওয়েসিস আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বেশ কিছুদিন অর্পিতা এই ফ্ল্যাটে আসেন না। ইডি আবাসনের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও অভিযান ইডির। খাতায় কলমে ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে রয়েছে ওই ফ্ল্যাট। কিন্তু ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্থ ওই ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। অর্পিতাই ওই ফ্ল্যাট ব্যবহার করতেন। ওই ফ্ল্যাটে ঢুকে তল্লাশিতে কি মিলবে নগদ, সোনাদানা?
বরানগরে অর্পিতার নেইল আর্ট শপের শাটারের তালা খুলে ফেলেছেন চাবিওয়ালা। দোকানে ঢোকার কাচের দরজার তালা ভাঙার কাজ চলছে।
অর্পিতার নেইল আর্ট শপের তালা ভাঙার জন্য চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, তাদের একটি দল গিয়েছে গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে। দ্বিতীয় দলটি মাদুরদহ এবং তৃতীয় দল বরানগরে অর্পিতার বন্ধ দোকানে যায়। চতুর্থ দলটি গিয়েছে পাটুলিতে।
বরানগরে বন্ধ দোকানের পাশেই রয়েছে একটি ব্যাঙ্ক। তদন্তকারীরা জানতে পেরেছেন, অর্পিতা যখনই এই দোকানে আসতেন, তিনি পাশের ব্যাঙ্কেও যেতেন। ইডি ব্যাঙ্কে ঢুকেও জিজ্ঞাসাবাদ করে।
ইডির একটি দল যায় বরানগরে একটি বন্ধ দোকানে। অভিযোগ, সেই দোকানটি অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকেই দোকানটি বন্ধ। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, বন্ধ দোকান থেকে কিছু সূত্র পাওয়া যেতে পারে।