Coronavirus

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১৪০ জনেরও বেশি করোনা-আক্রান্ত, রাজ্যকে চিঠি ডক্টরস ফোরামের

রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১৮:৪৭
Share:

ফাইল চিত্র।

বঙ্গে করোনা-আক্রান্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। বিভিন্ন দাবিদাওয়ার সঙ্গে এই তথ্য জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসকদের ওই সংগঠনের দাবি অনুযায়ী, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১৪০ জনেরও বেশি এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে ই-মেল করে বিষয়টি ওই সংগঠনের তরফে জানানো হয়েছে। এ দিন রাতে মেলের উত্তরে মুখ্যসচিব জানিয়েছেন, ‘‘প্রতিটি বিষয়ই আমরা বিবেচনা করে দেখব।’’

Advertisement

বেশ কিছু দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যরাও। এই পরিস্থিতিতে ওই ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের কোয়রান্টিনে চলে যেতে হচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মত ডক্টরস ফোরামের। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধের মুখে। এ দিন সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত এবং সম্পাদক কৌশিক চাকী যে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবকে, সেখানে আরও বেশি করে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের বুলেটিনে সবিস্তার তথ্য দেওয়ার অনুরোধও করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই)-সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা যাতে স্বাস্থ্য ভবন করে, জানানো হয়েছে সেই অনুরোধও।

এ বিষয়ে কৌশিক চাকী বলেন, “চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কেউ না কেউ প্রতি দিনই করোনায় আক্রান্ত হচ্ছেন। নতুন করে একটি হাসপাতালে তিন জন প্রসূতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের কোনও উপসর্গ ছিল না। এমন অনেকেই রয়েছেন। বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছে না। তাঁদের চিকিৎসা করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে কোয়রান্টিনে চলে যাচ্ছেন। এখনও পর্যন্ত ১৪০ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। আমরা বিষয়টি রাজ্যকে জানিয়েছি।” এর পরেই তিনি বলেন, “রাজ্যে এমন পরিস্থিতিতে টেস্টের সংখ্যা বাড়াতেই হবে। তা করতে গেলে আরও বেশি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।”

Advertisement

আরও পড়ুন: করোনা রোগীদের পাশেই সাত-আটটি মৃতদেহ, মুম্বইয়ের হাসপাতালের ছবি নিয়ে তোলপাড়

আরও পড়ুন: অ্যাকাউন্ট ফাঁক, জামতাড়া মডেলে প্রতারণা চক্রের ঘাঁটি এ বার বাংলাতেও!

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement