তারা শাসক দলেরই সমর্থক। কিন্তু পদোন্নতির একটি প্রশ্নকে ঘিরে মুখর হয়েছে সরকার-সমর্থক সেই শিক্ষক সংগঠন ওয়েবকুপা। পদোন্নতির নিয়মবিধি নিয়ে সংশ্লিষ্ট সরকার যে-নির্দেশিকা জারি করেছে, তাতে আপত্তি জানিয়ে উচ্চশিক্ষা দফতরে চিঠি দিয়েছে তারা।
জট পাকিয়েছে কলেজ স্তরে রিডার-পদে উন্নীত হওয়াকে কেন্দ্র করে। গত ৩১ মার্চ একটি নির্দেশিকা জারি করে রাজ্যের উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, ২০১০ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র চালু করা নিয়ম অনুযায়ী অন্তত পাঁচ বছর সিনিয়র লেকচারার হিসেবে কাজ না-করলে কলেজের কোনও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রিডার-পদে উন্নীত হতে পারবেন না। অথচ তার আগে ওই শর্ত পূরণ না-করেই অনেকে রিডার হয়ে গিয়েছেন। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, অতীতে যে-সব শিক্ষক পাঁচ বছর সিনিয়র লেকচারার হিসেবে কাজ না-করেই পদোন্নতির সূত্রে রিডার হয়ে গিয়েছেন, তাঁদের ওই বিশেষ সময়পর্বে পাওয়া বর্ধিত বেতন ফেরত দিতে হবে।
এর ফলে সমস্যার পড়েছেন বহু শিক্ষক। উচ্চশিক্ষা দফতরের একটি সূত্রের খবর, এমন শিক্ষকের সংখ্যা প্রায় ১২০০। এবং তাঁদের বেশির ভাগেরই পদোন্নতি হয়েছে ২০১০ সালের আগে। তাই ২০১০-এ ইউজিসি-র চালু করা নিয়ম তাঁদের ক্ষেত্রে কী ভাবে প্রযোজ্য হয়, সেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। ওয়েবকুপা-ও সেই প্রশ্ন তুলেছে তাদের দেওয়া স্মারকলিপিতে। সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসু জানান, ২০০০ সালে ইউজিসি একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, লেকচারার থেকে সিনিয়র লেকচারার এবং তার পরে রিডার-পদে উন্নীত হতে গেলে অন্তত ন’বছর শিক্ষকতা করতেই হবে এবং ওই সময়ের মধ্যে পিএইচডি-ও সম্পূর্ণ করে ফেলতে হবে। ‘‘ওই নির্দেশিকা জারির সময় কোন পদে কত বছর চাকরি করতে হবে, তা মোটেই নির্দিষ্ট করে দেওয়া ছিল না। তাই সেই সময় যাঁদের পদোন্নতি হয়, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে,’’ এ দিন চিঠি দেওয়ার পরে বলেন কৃষ্ণকলিদেবী।
উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষক সংগঠনের বক্তব্য বিবেচনা করে দেখা হচ্ছে। ওয়েবকুপা এ ব্যাপারে শুধু স্মারকলিপি দিলেও ওই নির্দেশিকা-সহ একাধিক সরকারি নিয়মের বিরোধিতায় এ মাসের শেষে সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুটা।