Jharkhand Assembly Election 2024

কপ্টার ওড়ানোর অনুমতি মিলল না, ঝাড়খণ্ডে দু’ঘণ্টা আটকে রাহুল! কংগ্রেস বলল, ‘মোদীর জন্যই’

রাহুলের কপ্টার বিভ্রাটের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৬
Share:

হেলিকপ্টারে অপেক্ষারত রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

উড়ানের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডে প্রায় তিন ঘণ্টা আটকে রইল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।

Advertisement

শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে ঝাড়খণ্ডের গোড্ডায় গিয়েছিলেন রাহুল। সেখানকার মহাগনায় সভা করার পরে তাঁর অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর কপ্টারের উড়ানের অনুমতি দিতে এটিসি দু’ঘণ্টার বেশি দেরি করায় রাহুলকে আটকে থাকতে হয়।

ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের মধ্যে গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। আগামী ২০ নভেম্বর (বুধবার) বাকি ৩৮টিতে হবে। গণনা ২৩ নভেম্বর। ভোটের আগে রাহুলের কপ্টার বিভ্রাটের ঘটনা তাই রাজনৈতিক মাত্রা পেয়েছে। ঘটনাচক্রে, শুক্রবার গোড্ডার অদূরে দেওঘরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়তে দেরি হয়। কংগ্রেসের অভিযোগ, মোদীর নিরাপত্তার বাড়াবাড়ির কারণেই আটকে রাখা হয় রাহুলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement