বাংলাদেশে এখন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, সংবিধানের আমূল সংস্কার করতে হবে। হাসিনা সরকারের পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিলের দাবিতে মামলা চলছে বাংলাদেশ হাই কোর্টে। তার শুনানিতে বৃহস্পতিবার সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেওয়ার সওয়াল করেন ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ কি তা হলে পাকিস্তানের মতো ইসলামীয় রাষ্ট্র হওয়ার পথে?