Agnimitra Paul

WB Municipal Election: সন্ত্রাসের চেষ্টা হলেই পাল্টা মার! আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার ঘোষণা

অগ্নিমিত্রা মঙ্গলবার জানান, আসানসোলে পুরভোটে বিজিপি-র জয় নিশ্চিত করতে তিনি নিজে থাকবেন পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২২:৫৯
Share:

আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। নিজস্ব চিত্র।

সন্ত্রাস করলেই প্রত্যাঘাত! আসন্ন পুরসভা নির্বাচনের জন্য আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠকে আসানসোল দক্ষিণের দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এমনই নিদান দিলেন।

Advertisement

অগ্নিমিত্রা মঙ্গলবার বলেন, ‘‘কলকাতা পুরসভার মত আসানসোল পুরসভা যদি ভেবে থাকেন, তা হলে ভুল করবেন। কারণ, আসানসোল পুরসভা এলাকায় বিজেপি-র সংগঠন মজবুত। এখানে যদি ভাবেন, মেরে ঘরে ঢুকিয়ে দেব, তা হলে ভুল করবেন। মারের বদলা মার হবে। মারের বদলা মার।’’

অগ্নিমিত্রা মঙ্গলবার জানান, আসানসোলে পুরভোটে বিজিপি-র জয় নিশ্চিত করতে তিনি নিজে থাকবেন পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহরে। তাঁর কথায়, ‘‘ভাববেন না, কলকাতায় যা হয়েছে এখানেও তাই হবে।’’

Advertisement

অগ্নিমিত্রার মঙ্গলবারের মন্তব্য প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদর ভি শিবদাসন দাসুর মন্তব্য, ‘‘অগ্নিমিত্রা এমন মন্তব্য করে খবরে থাকতে চাইছেন। কিন্তু তিনি নিজেই তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement