WB Governor

আদালতে গেলেই বাড়িতে পুলিশি সমন, কল্যাণীতে অভিযোগ রাজ্যপালের

রাজ্যপাল বলেন, ‘‘কেউ আদালতে বিচার চাইতে গেলে পুলিশ তাঁর বাড়িতে সমন পাঠাচ্ছে। এটা পুলিশের কাজ নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৯:৫৫
Share:

কল্য়াণীতে জগদীপ ধনখড়— নিজস্ব চিত্র।

রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বর্তমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ সম্পর্কেও তাঁর কোনও আগ্রহ নেই বলে শুক্রবার দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement

নদিয়ার কল্যাণীতে ২৪ তম বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যপাল। তাঁর বক্তৃতায় পশ্চিমবঙ্গের সংস্কৃতির ভূয়সী প্রশংসাও করেন। সন্ধ্যায় উদ্বোধন-পর্বের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনখড় জানান, রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্ব সংবিধান মেনে চলা। আইনের শাসন বজায় থাকছে কি না, তা দেখা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে নির্বাচনে সন্ত্রাস ও হিংসার চিত্র ধরা পড়ে। সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। তাঁর দাবি এমন পরিস্থিতির বদল ঘটাতে হবে।

ব্যারাকপুর পুলিশের সমালোচনা করে শুক্রবার রাজ্যপাল বলেন, ‘‘কেউ আদালতে বিচার চাইতে গেলেই পুলিশ তাঁর বাড়িতে সমন পাঠাচ্ছে। এটা পুলিশের কাজ নয়।’’

Advertisement

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই বঙ্গ সংস্কৃতি উৎসবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের স্টল রয়েছে। এ ছাড়াও পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির জন্য শিবির করা হয়েছে। ১০ দিনের এই উৎসবে এবারের ভাবনা, ‘শ্রদ্ধায় ও স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement