—প্রতীকী ছবি।
সিপিআই (এম-এল) লিবারেশনের মতোই অবস্থান নিয়ে রাজ্যে ১২টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিল পিডিএস। তার মধ্যে যাদবপুর, কামারহাটি, পাণ্ডুয়ার মতো গত বার সিপিএমের জেতা আসনও আছে। যে ১২ আসনে তারা লড়বে, তার বাইরে অন্যত্র ‘নিজস্ব রাজনৈতিক পরিবেশ বিবেচনায় রেখে’ বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে প্রচার চালানো হবে বলে পিডিএস নেতৃত্ব জানিয়েছেন। বাম ও সহযোগী মিলে ১৬ দলের যে আন্দোলনের জোট আছে, তার শরিক পিডিএসও। তবে দলের নেতা সমীর পূততুণ্ডের বক্তব্য, তাঁরা প্রথমে ১০টি আসনে লড়তে চেয়ে সিপিএমের কাছে তালিকা পাঠিয়েছিলেন। আলোচনাসাপেক্ষে পরে তাঁরা ন্যূনতম দু’টি আসনের কথা বলেছিলেন। কিন্তু পছন্দের দু’টি আসনে সিপিএম তথা বামফ্রন্টের সমর্থনে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের সুযোগ না পাওয়ায় তাঁরা একক ভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।