পাইথন ঘাড়ে নিয়ে রেঞ্জ অফিসার। নিজস্ব চিত্র।
সাহস ভাল। কিন্তু অতি সাহসে যে বিপদ ঘটে যেতে পারে, তার প্রমাণ পেয়ে গেলেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের এক বনকর্মী। সুবিশাল পাইথন উদ্ধারের পর সেই সাপকে গলায় জড়িয়ে তিনি গ্রামবাসীদের মোবাইল ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়েছিলেন। কিন্তু সাপ যে প্রাথমিক জড়তা কাটিয়ে আক্রমণের পথে যাবে, সেটা বোধহয় তিনি আঁচ পর্যন্ত করতে পারেননি। এর পর সেই হাড় হিম করা মুহূর্ত। মোবাইল ক্যামেরায় বন্দি সেই ভিডিও দেখে আঁতকে উঠছেন অনেকেই।
রবিবার বেলাকোবার সাহেববাড়ি এলাকায় ছাগলকে গিলে খাওয়ার চেষ্টা করেছিল ওই পাইথন। গ্রামবাসীরা দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন। বিশালবপু পাইথনটি লম্বায় প্রায় ১৮ ফুট। ৪০ কেজি তার ওজন।
ঘটনাস্থলে এসে পাইথনটিকে উদ্ধার করেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। নিয়ম অনুযায়ী, উদ্ধার হওয়া সাপটিকে বস্তাবন্দি করে ছেড়ে দেওয়ার কথা গভীর জঙ্গলে। কিন্তু বনবিভাগের কর্মী হয়েও নিয়ম না মেনে পাইথনটিকে গলায় জড়িয়ে তিনি ‘পোজ’ দেন গ্রামবাসীদের মোবাইল ক্যামেরার সামনে।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ভেসেলে জল ঢেলে আগুন নেভাল কপ্টার
আরও পড়ুন: ‘ব্রেন ডেথ’ হতে পারে শুনেই শুরু...
হয়ত এই সুযোগের অপেক্ষাতেই ছিল সেই পাইথন। জড়তা কাটিয়ে বিশাল সেই সাপ তাঁর গলা পেঁচিয়ে ধরার চেষ্টা করে। ভাগ্যিস বিপদে আঁচ পেয়ে অন্য এক বনকর্মী ছুটে এসে তাঁকে সাপের ফাঁস থেকে উদ্ধার করেন। না হলে ঘটে যেতে পারত বড়সড় বিপদ।
বেলাকোবায় পাইথনের ফাঁস রেঞ্জ অফিসারের গলায়। নিজস্ব চিত্র।
প্রশ্ন উঠছে, তবে কি বন্যপ্রাণীদের নিয়ে খোদ বনকর্মীদের একাংশের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে? নইলে পাইথন নিয়ে কেন এই বেপরোয়া ‘পোজ’ দেওয়ার চেষ্টা? ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বনদফতর।বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এরকম সাপ ঘাড়ে নিয়ে সেলফি তোলার প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। এক জন অভিজ্ঞ বনকর্মী হয়ে এই রেঞ্জার কী ভাবে এই হঠকারিতা দেখালেন? এটা মেনে নেওয়া যায় না।” দফতরের পক্ষ থেকে এই আধিকারিককে সতর্ক করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী।