West Bengal Legislative Assembly

বিধানসভায় হাজিরায় কঠোর বার্তা তৃণমূলে

বিধানসভার গত অধিবেশনে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং রাজ্যের জন্য ‘বাংলার মাটি বাংলার গান’ নির্বাচনের দিন ভোটাভুটিতে দলের প্রায় ৫০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৪
Share:

—প্রতীকী ছবি।

বিধানসভায় মন্ত্রী ও দলীয় বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে ফের কঠোর বার্তা দিল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী ও বিধায়কদের হাজিরায় এর পরে সরাসরি নজর রাখবেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার গত অধিবেশনে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং রাজ্যের জন্য ‘বাংলার মাটি বাংলার গান’ নির্বাচনের দিন ভোটাভুটিতে দলের প্রায় ৫০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। সেই কারণেই বুধবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ বৈঠকে ছিলেন কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও বিরবাহা হাঁসদা। সেখানেই ঠিক হয়েছে, অধিবেশন চলাকালীন পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে মন্ত্রীদের হাজিরা খাতায় সই করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement