Bhabanipur Bypoll

ভবানীপুরে ঢিমেতালে ভোট, ১১টা পর্যন্ত ৪০% ও ৩৬% ভোট শমসেরগঞ্জ, জঙ্গিপুরে

কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভবানীপুর, শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৫
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

ভোটগ্রহণ চলছে ভবানীপুর, জঙ্গিপুর ও শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ভোট পড়েছে ৪০.২৩ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোট পড়েছে ৩৬.১১ শতাংশ।

Advertisement

ভোটের দিন সকাল থেকে মুর্শিদাবাদের দুই ভোট কেন্দ্রেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল। কিন্তু শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে সকাল ১১টার মধ্যে প্রায় ৪০ শতাংশ ভোট পড়ে গিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্য দিকে ভবানীপুরে ভোটের হার বেশ কম। সাধারণত শহরাঞ্চলে ভোটের হার তুলনামূলক ভাবে কম থাকে। তবে তৃণমূল নেতাদের আশা, দুপুরের পর ভোটের হার অনেকটাই বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement