Bhabanipur Bypoll

শমসেরগঞ্জ, জঙ্গিপুরে দুপুর ১টার মধ্যে ভোট ৫০%-এর বেশি, যথেষ্ট পিছিয়ে ভবানীপুর

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লড়াই ব্যবধান বাড়ানোর। তৃণমূল নেতারা নেটমাধ্যমে ভোটারদের ভোট দিতে যাওয়ার আবেদন করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৯
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও শমসেরগঞ্জে ভোটদানের হার পেরিয়ে গেল ৫০ শতাংশ। কিন্তু ভবানীপুরে অবস্থার বদল নেই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ।

শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত শামসেরগঞ্জে ভোট পড়েছে ৫৭.১৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত জঙ্গিপুর কেন্দ্রে ভোটদানের হার ৫৩.৭৮ শতাংশ।

Advertisement

ভবানীপুরে ভোটদানের হার কম। সাধারণত কলকাতা শহরাঞ্চলে ভোটের হার গ্রামীণ এলাকার চেয়ে তুলনামূলক ভাবে কম হয়। এ দিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লড়াই ব্যবধান বাড়ানোর। তৃণমূলের তরফে একাধিক নেতা ভোট দিতে যাওয়ার আবেদন করেছেন নেটমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement