Haldia Development Authority

বিশাখাপত্তনমের কথা মনে করিয়ে হলদিয়ার কারখানাগুলিকে সতর্কবার্তা শুভেন্দুর

রাসায়নিক কারখানাগুলিকে উপযুক্ত নিরাপত্তা বিধি মেনে চলার অনুরোধ করে চিঠিও পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০০:১৮
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র

অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনমে বৃহস্পতিবার ভোরে গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। তার জেরে এক শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের প্রায় এক হাজার মানুষ। সেই ঘটনাকে মনে করিয়ে হলদিয়ার রাসায়নিক কারখানাগুলিকে সতর্ক থাকতে বললেন রাজ্যের মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। ওই সংস্থাগুলিকে উপযুক্ত নিরাপত্তা বিধি মেনে চলার অনুরোধ করে চিঠিও পাঠিয়েছেন তিনি।

Advertisement

হলদিয়ায় একাধিক রাসায়নিক কারখানা রয়েছে। লকডাউনের জেরে সেগুলি আপাতত বন্ধ। বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মতো হলদিয়ার ওই কারখানাগুলির আশপাশেও রয়েছে জনবসতি। সে কথা মাথায় রেখেই হলদিয়ার ওই কারখানাগুলিকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই সব কারখানায় বিষাক্ত রাসায়নিক বা বর্জ্য পদার্থের ব্যবহারের ক্ষেত্রে যাতে উপযুক্ত নিরাপত্তা বিধি মানা হয়, তার অনুরোধ করেছেন। চিঠিতে লিখেছেন, বিপজ্জনক রাসায়নিক ও বর্জ্যের মজুত, পরিবহণ, ব্যবহার ও বিনষ্ট করার ক্ষেত্রে যেন উপযুক্ত নিরাপত্তা বিধি কার্যকর করা হয়। যাতে অবাঞ্ছিত কোনও ঘটনা না ঘটে।

বিশাখাপত্তনমের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে লকডাউনের পর উৎপাদন চালু করতে, কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলেও চিঠিতে জানিয়েছেন তিনি। এর পর কারখানাগুলিতে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা জানানোর অনুরোধও করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় মৃত ১১, অসুস্থ প্রায় ১০০০​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement