Shantiniketan

Visva Bharati University: কোভিড-স্ফীতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে অনলাইনে

এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ০০:০৯
Share:

ফাইল চিত্র।

কোভিড-স্ফীতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার একটি অনলাইন বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

Advertisement

উল্লেখ্য, গত সপ্তাহে কর্মী ও আধিকারিকদের বেশ কয়েক জন করোনা আক্রান্ত হওয়ায় সেন্ট্রাল অফিস ও পিয়ারসেন মেমোরিয়াল হাসপাতালে অফিস বন্ধ রাখেন কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি অবনতির জেরে এক প্রকার বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে সমস্ত জরুরি পরিষেবা চালু রাখা হবে। একই সঙ্গে অনালাইনেও ক্লাস চালানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিক্ষক এবং কর্মীরা নির্দেশ মতো বাড়ি থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালাবেন।

রাজ্যের সমস্ত জেলায় কোভিডের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানের পরই রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৬৮২। এই জেলায় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ৩৬.৫১ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement