বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
বাতাসে বিষাদের সুর। উমার কৈলাস ফেরার দিন মুখভার আকাশের। দশমীর সকালে বৃষ্টিতে ভিজল কলকাতার নানা প্রান্ত। কলকাতার পাশাপাশি সকালে হাওড়াতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দশমী থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি ঘটবে। দশমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। যদিও মাঝেমধ্যে আকাশে মেঘের আনাগোনা রয়েছে।
পুজোর দিনগুলিতে কলকাতার নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। তবে বৃষ্টিকে হেলায় উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে আনন্দোৎসব চেটেপুটে উপভোগ করেছে আপামর বাঙালি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।