ফাইল চিত্র।
আনলক পর্বে প্রতিষ্ঠানে থেকে যাওয়া আইআইটির তিন পড়ুয়া আক্রান্ত হয়েছেন। সেই সূত্রেই আক্রান্ত হয়েছেন প্রতিষ্ঠানের হাসপাতালের এক কর্মীও। এই পরিস্থিতিতে একটি ভিডিয়োকে ঘিরে তৈরি হল বিতর্ক।
ওই ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) দেখা গিয়েছে, মদনমোহন মালব্য হলে গিয়ে কয়েক জন পড়ুয়াকে দ্রুত হল খালি করতে বলছেন ওয়ার্ডেন। সঙ্গে কয়েক জন আইআইটির নিরাপত্তারক্ষী। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আরও লোকজন এসে পড়ুয়াদের জিনিসপত্র নিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন ওই ওয়ার্ডেন।
সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষ জানান, ২৩ অগস্টের মধ্যে হস্টেল খালি করতে হবে। মদনমোহন মালব্য হলে থাকা এক ছাত্র বলেন, “এত কম সময়ে কীভাবে ট্রেনের টিকিট পাব। কর্তৃপক্ষ জোর করে বের করতে চাইছে।’’ রেজিষ্ট্রার ভৃগুনাথ সিংহ বলেন, “এ সব অভিযোগ ঠিক নয়। আমাদের নিজেদের ছেলেমেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করব কেন? অনেকে অকারণে হল ছাড়তে চাইছে না। তাঁদের হল ছাড়তে বলা হচ্ছে।” পড়ুয়াদের দাবি, বুধবার রাতে নিবেদিতা হলে যান আইআইটির অধিকর্তা বীরেন্দ্রকুমার তিওয়ারি। ওই হলের আবাসিক এক গবেষক ছাত্রীর কথায়, ‘‘অধিকর্তাও হল ছাড়তে হবে বলে নির্দেশ শুনিয়ে গিয়েছেন।’