ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানাতে আজ রাজধানীতে পৌঁছলেন তাঁদের স্বজনরা। নিহত ২৩ জনের পরিবারের লোকজন এই দলে রয়েছেন।
আগামিকাল দিল্লিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাসে নিহতদের পরিবারকে সুবিচার দিতে একটি ট্রাইবুনাল বা বিচারসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত ওই সংগঠনের উদ্যোগেই দিল্লিতে এসেছেন নিহতদের পরিবারের সদস্যরা। ওই বিচারসভায় উপস্থিত থাকবেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। দীর্ঘদিন পরে দলের স্বার্থের সঙ্গে জড়িত কোনও অনুষ্ঠানে দেখা যাবে বিজেপির ওই বর্ষীয়ান নেত্রীকে।
বিচার চাওয়ার পাশাপাশি বাংলার সমস্ত বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করেও সিবিআই তদন্তের দাবি জানানোর পরিকল্পনা নিয়েছেন পুরুলিয়ার ত্রিলোচন মাহাতোর ভাই বিবেকানন্দ মাহাতো বা কুচবিহারের প্রশান্ত পালেরা। তাঁদের কথায়, রাজ্য সরকারের তদন্তে তাঁদের কোনও ভরসা নেই। তাই প্রতিনিধিদলটি চাইছে বাংলার সব বিজেপি সাংসদ যেন দলীয় কর্মীদের হত্যার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবিতে একযোগে সরব হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় পাওয়া গেলে তাঁর কাছেও একই দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিনিধিদলটি।
এ দিকে আগামিকাল সংসদের অ্যানেক্স ভবনে বাংলার রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে একটি আলোচনাসভার আয়োজন রেখেছিলেন রাজ্য বিজেপি সাংসদেরা। কিন্তু বিজেপি সূত্রের খবর, অনুষ্ঠানটি নিয়ে দলের মধ্যেই দ্বিমত সৃষ্টি হয়েছে। এক সাংসদের কথায়, ‘‘আগামিকাল গভীর রাত পর্যন্ত সংসদে একাধিক বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। সে ক্ষেত্রে সাংসদদের উপস্থিতি থাকা অসম্ভব। তাই অন্য একটি দিন তা করার কথা ভাবা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত কালই নেওয়া হবে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।