বেঙ্কাইয়া নায়ডু
দিল্লি থেকে বাগডোগরা পৌঁছে খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে সিকিম যেতে পারলেন না উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। ঘণ্টা দুয়েক অপেক্ষার পরে তিনি গুয়াহাটি হয়ে অরুণাচলের ইটানগরে চলে যান। সরকারি সূত্রে খবর, শুক্রবার সকালে উপরাষ্ট্রপতি বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছন। হেলিকপ্টারে গ্যাংটকে পৌঁছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। দু’দিনের সিকিম সফরে তাঁর পাকিয়ং-এর ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড সেন্টার’-এ যাওয়ারও কথা ছিল। এ দিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। ছিলেন জেলাশাসক জয়সী দাশগুপ্তও। জেলাশাসক জানান, উপরাষ্ট্রপতি ঘণ্টা দুয়েক বায়ুসেনা ঘাঁটিতে অপেক্ষা করেন। সিকিমে বৃষ্টি, কুয়াশায় কারণে আবহাওয়া খারাপ ছিল। কপ্টার গ্যাংটকে পৌঁছনো নিরাপদ না হওয়ায় সফর বাতিল হয়। নায়ডু গুয়াহাটি হয়ে অরুণাচল প্রদেশে আর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলে গিয়েছেন।