Calcutta University

Calcutta University: নিয়ম মানা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে, জনস্বার্থ মামলা হাই কোর্টে

উচ্চ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪২
Share:

কলকাতা হাই কোর্ট।

নিয়ম মেনে নিয়োগ করা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আগামী শুক্রবার মামলার শুনানি হতে পারে।

Advertisement

উচ্চ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তাঁর অভিযোগ, সোনালীর দ্বিতীয় বারের নিয়োগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নিয়ম হল, বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাজ্যপালের কাছে রাজ্যের মনোনীত ব্যক্তির নাম পাঠাতে হয়। রাজ্যপাল ওই নামে সিলমোহর দিলে তাঁকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়ে থাকে। সূত্রের, সোনালীর নিয়োগে এই প্রক্রিয়া মানা হয়নি।

আগামী শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement