Forward Bloc

Forward Bloc: প্রয়াত রাজ্য ফ ব-র চেয়ারম্যান বরুণ

হাসপাতালে গিয়ে সোমবার কোভিড-বিধি মেনে দলের তরফে প্রয়াত নেতার দেহে শ্রদ্ধা জানান ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ০৬:৩৮
Share:

প্রয়াত বরুণ মুখোপাধ্যায়ের।

প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির (বাংলা কমিটি) চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ বরুণ মুখোপাধ্যায় (৯০)। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁর করোনাও ধরা পড়েছিল। সেখানেই রবিবার রাতে বরুণবাবুর মৃত্যু হয়। হাসপাতালে গিয়ে সোমবার কোভিড-বিধি মেনে দলের তরফে প্রয়াত নেতার দেহে শ্রদ্ধা জানান ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। দলের রাজ্য দফতরে অন্য নেতারা শ্রদ্ধা জানান ছবিতে। নেতাজি গবেষক বরুণবাবু বেশ কিছু বই লিখেছেন, সংসদে নেতাজি সংক্রান্ত নানা বিষয়ে বারবার সরব হয়েছেন, তাঁরই উদ্যোগে বিহারের গোমো রেল স্টেশন নেতাজির নামাঙ্কিত হয়েছিল। কর্মজীবনে গ্রন্থাগার তথ্যবিজ্ঞানে শিক্ষকতা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মৃদুভাষী ও সুভদ্র রাজনীতিক হিসেবে সব মহলে তাঁর পরিচিত ছিল। আমৃত্যু বরুণবাবু ছিলেন ফ ব-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement