State BJP

‘আপনি কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন’ মুকুলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন দিলীপ ঘোষ

দলীয় কর্মীদের লড়াইয়ের মনোবল ‘ভেঙে’ দেওয়ার জন্য ভরা বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনে মুকুল রায়কে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৫:০৪
Share:

—ফাইল চিত্র।

দলীয় কর্মীদের লড়াইয়ের মনোবল ‘ভেঙে’ দেওয়ার জন্য ভরা বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনে মুকুল রায়কে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপির রাজ্য পদাধিকারী বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং নব নিযুক্ত সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সেখানেই দলের বুথ স্তরের সংগঠন নিয়ে মতপার্থক্যের জেরে মুকুলবাবুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দিলীপবাবু। বিজেপি সূত্রের খবর, বৈঠকে মুকুলবাবু বলেন, দলে ২০% বুথ কমিটিও তৈরি হয়নি। সঙ্গে সঙ্গে দিলীপবাবু বলেন, এ তথ্য মোটেই ঠিক নয়। ৬০% বুথ কমিটি তৈরি আছে। মুকুলবাবু এ সব বলে কর্মীদের ‘ডি-মরালাইজ’ (লড়াইয়ের মনোবল ভেঙে) করছেন। এ নিয়ে প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, ‘‘বৈঠকে অনেক কথাই হয়। তা নিয়ে মন্তব্য করব না।’’ আর মুকুলবাবুর বক্তব্য, ‘‘আমি এবং দিলীপবাবু যে যার নিজের বক্তব্য পেশ করেছি। তাকে কথা কাটাকাটি বলে না।’’

Advertisement

মুকুলবাবুরই এলগিন রোডের বাড়িতে এ দিনের বৈঠক হয়। দলীয় সূত্রের খবর, মুকুলবাবুর বিজেপিতে যোগদানের সময় থেকেই তাঁর সঙ্গে দিলীপবাবুর সম্পর্ক ‘মধুর’ ছিল না। সম্প্রতি মুকুলবাবু দলের লোকসভা নির্বাচনী কমিটির আহ্বায়ক হওয়ার পর দু’জনের ‘দূরত্ব’ আরও বেড়েছে।

ইসলামপুর-কাণ্ডের প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর দলের ডাকা বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। তিনি কয়েক দিন জেলে ছিলেন। দল কেন তাঁর মুক্তির দাবিতে আন্দোলন করেনি এবং তাঁকে ছাড়াতে তৎপর হয়নি, সে প্রশ্ন তুলে এ দিন অসন্তোষ প্রকাশ করেন শিবপ্রকাশ এবং কৈলাস। জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-কাণ্ডে তৃণমূল এবং বামেদের প্রচারের মোকাবিলা কী ভাবে করা হবে, নাগরিকত্ব সংশোধন বিলের গুরুত্ব মানুষকে বোঝানো এবং ডিসেম্বরে প্রস্তাবিত দলের রথযাত্রার কর্মসূচি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়। দিলীপবাবু জানান, পুজোর পর থেকে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে গিয়ে এনআরসি নিয়ে সভা করবে দল। এ দিনই বিজেপিতে যোগ দেন প্রাক্তন সাংসদ তথা পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লক নেতা নরহরি মাহাতো

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement