Oxygen Cylinder Blast

কাঁকসায় অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়িতে বিস্ফোরণে নিহত ১

রাত সাড়ে দশটা নাগাদ ওই ঘটনা ঘটে। গাড়িটিকে মন্দিরের কাছে একটি জায়গায় দাঁড় করিয়ে চালক নেমে যেতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৪:৪৫
Share:

নিজস্ব চিত্র

অক্সিজেন সিলিন্ডার ভর্তি ৪০৭ গাড়িতে বিস্ফোরণ ঘটে মর্মান্তিক অগ্নিকাণ্ড। শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের কাছে বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। একজন নিহত হয়েছেন। আহত দু’জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে দশটা নাগাদ ওই ঘটনা ঘটে। গাড়িটিকে মন্দিরের কাছে একটি জায়গায় দাঁড় করিয়ে চালক নেমে যেতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তীব্র আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, দাউ দাউ করে জ্বলছে ওই গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা গিয়েছে, আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী করে এই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং রাতে এই সিলিন্ডার কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement