—প্রতীকী ছবি।
বেদের মধ্যেই বিজ্ঞানের সব সত্য আছে— এমন লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কটি উস্কে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম বর্ষের দর্শনের ছাত্রী অনুজ্ঞা রায়।
ছাত্রীর অভিযোগ, তাঁর স্টাডি মেটিরিয়ালে বেদ ও বিজ্ঞান সম্পর্কে ওই কথা লেখা রয়েছে। অনুজ্ঞা সমাজমাধ্যমে এই নিয়ে প্রতিবাদ জানিয়ে পোস্টও করেছেন। তাঁর বক্তব্য, বেদের মধ্যেই বিজ্ঞানের সব কিছু আছে এই লেখা ছাড়াও গোটা স্টাডি মেটিরিয়াল জুড়েই এমন অসংখ্য ‘উদ্ভট হিন্দুত্ববাদী’ প্রচার ছড়িয়ে রয়েছে। তিনি আরও লিখেছেন, বেদ একটি প্রাচীন দলিল। সেই সময়কে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বেদেই বিজ্ঞান রয়েছে এই প্রচার হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের হাস্যকর আবদার।
তিনি ওই স্টাডি মেটেরিয়ালের একটি অংশ তাঁর লেখার সঙ্গে ফেসবুকে জুড়েও দিয়েছেন। ছাত্র সংগঠন এআইএসএফ-এর সমর্থক অনুজ্ঞা শুক্রবার বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমরা এআইএসএফ-এর তরফে কর্তৃপক্ষকে অভিযোগ জানাব।’’ তিনি জানান, এ দিন
তাঁদের ‘এনভায়রনমেন্টাল ফিলোজ়ফি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া’ এই পত্রের পরীক্ষা ছিল। ওই
পত্রের স্টাডি মেটেরিয়াল হিসেবে দেওয়া হয়েছিল শশী তেওয়ারির লেখা ওই নিবন্ধ। বিষয়টি নিয়ে দর্শন বিভাগের সংশ্লিষ্ট শিক্ষিকা গার্গী গোস্বামীকে ফোন এবং মেসেজ করেও কথা বলা যায়নি। ফোন এবং মেসেজ করে কথা বলা যায়নি বিভাগীয় প্রধান মধুছন্দা সেনের সঙ্গেও।
কলা বিভাগের ডিন মালবিকা রায় বলেন, ‘‘বিষয়টি কিছুই জানি না। ফেসবুকে করা পোস্ট নিয়ে মন্তব্য করতেও চাইছি না।’’